DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে চাঁদা না পেয়ে মাইক্রোবাস ভাঙচুর,নগদ টাকা লুট

নুরুজ্জামান আশরাফ( কিশোরগঞ্জ) বাজিতপুর
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের বাজিতপুরে চাঁদা না দেওয়ায় দুটি মাইক্রোবাস ভাঙচুর  ও নগদ ৫৩ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া বাঁশমহল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী নজরুল ইসলাম তিন জনের নাম উল্লেখসহ আরও ২-৩ জনকে অভিযুক্ত করে বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- উপজেলার ভাগলপুর গ্রামের সৈকত মিয়ার ছেলে অমিত মিয়া, পুড্ডা হিলচিয়া গ্রামের শরীফ মিয়ার ছেলে গৌরব ও দুলাল মিয়ার ছেলে সোহাগসহ অজ্ঞাত আরও ২-৩ জন সহযোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, মাইক্রোবাস চালক মো. নজরুল ইসলাম প্রতিদিনের ন্যায় আজও ঢাকা থেকে ভোর রাতে বাজিতপুর উপজেলার হিলচিয়া বাঁশমহল বাজারে গাড়ি স্ট্যান্ড করে গাড়িতে ঘুমিয়ে গেলে আনুমানিক ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেল যোগে সৌরভ,অমিত,গৌরব নামে তিনজন চাঁদাবাজ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চালক নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি করে। পরে সে ভয়ে তাদের পাঁচ‘শ টাকা দিতে চাইলে তা না নিয়ে স্ট্যান্ড করা দুটি মাইক্রোবাসে ভাঙচুর চালায় এবং চালকের হাতে কুপ দিয়ে গাড়িতে থাকা ব্যবসার ৫৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান বলেন, এ ঘটনায় মো. নজরুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।