কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ভট্টাচার্য্যপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ছয়জন আহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে সদর উপজেলার ভট্টাচার্য্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মো. মানিক মিয়া (৪০), ইয়াসমিন (৩৭), আনন্দ (১৭), নূর জাহান (৪৫), আক্কাছ (৫৫), পারুল (২২), ঊর্মি (২৮) ও সালমান (২৬) তাদের সবার বাড়ি সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ভট্টাচার্য্যপাড়া গ্রামে।
এ ঘটনায় মো. মানিক মিয়া কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মো. মানিক মিয়ার সঙ্গে বিবাদী লোকমান মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন রাত আনুমানিক ১২টার দিকে মানিক মিয়ার বাড়িতে ৬/৭ জন গুন্ডা প্রকৃতির লোক পূর্বপরিকল্পিতভাবে দা,লোহার রড, লাঠি সোটা ও দেশীয় আস্ত্রদিতে সজ্জিত হইয়া বেআইনি ভাবে প্রবেশ করে তাদের উপর আক্রমণ করে।
এতে মানিক মিয়াসহ আট জন আহত হন। আহতদের সবাই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন,লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।