DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ছোলেনামার জন্য চাচাতো ভাইবোনদের কুপিয়ে জখম

রায়হান জামান,কিশোরগঞ্জ
অক্টোবর ১৩, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ভট্টাচার্য্যপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ছয়জন আহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে সদর উপজেলার ভট্টাচার্য্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন-মো. মানিক মিয়া (৪০), ইয়াসমিন (৩৭), আনন্দ (১৭), নূর জাহান (৪৫), আক্কাছ (৫৫), পারুল (২২), ঊর্মি (২৮) ও সালমান (২৬) তাদের সবার বাড়ি সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ভট্টাচার্য্যপাড়া গ্রামে।

এ ঘটনায় মো. মানিক মিয়া কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মো. মানিক মিয়ার সঙ্গে বিবাদী লোকমান মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন রাত আনুমানিক ১২টার দিকে মানিক মিয়ার বাড়িতে ৬/৭ জন গুন্ডা প্রকৃতির লোক পূর্বপরিকল্পিতভাবে দা,লোহার রড, লাঠি সোটা ও দেশীয় আস্ত্রদিতে সজ্জিত হইয়া বেআইনি ভাবে প্রবেশ করে তাদের উপর আক্রমণ করে।

এতে মানিক মিয়াসহ আট জন আহত হন। আহতদের সবাই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন,লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬