DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে দেবরের হাতে ভাবি খুন

রায়হান জামান,স্টাফ রিপোর্টার
মে ১৭, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দেবরের হাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অনুফা আক্তার (৪৮) মো. খাইরুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জহিরুল ইসলাম, দ্বীন ইসলাম ও জহিরুল ইসলামের আত্মীয় পৌর শহরের বত্রিশ এলাকার আবুল কাশেম।

জানা যায়, প্রায় ২০ বছর ধরে বড় ভাই খাইরুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই জহিরুল ইসলাম ও দ্বীন ইসলামের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকাল থেকে খাইরুল ইসলামের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় অভিযুক্তরা। সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ার পর খাইরুল ইসলামের পরিবারের সদস্যরা বন্ধ থাকা রাস্তা খুলে বাড়ি থেকে বের হন। এ ঘটনায় প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে খাইরুল ইসলামের ছেলে রাকিব মিয়া ও স্ত্রী অনুফা আক্তারের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নেয়ার পথে মারা যান অনুফা আক্তার।

অনুফা আক্তারের ছেলে রাকিব মিয়া বলেন, আমার চাচা জহিরুল ইসলাম ও দ্বীন ইসলামের সঙ্গে আমার বাবার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে তারা আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা খুলে ফেলার কারণে আমাদের ওপর হামলা চালায় তারা। বৃহস্পতিবার সন্ধ্যার পর তার হামলা করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]