DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ইটনায় অভ্যন্তরীণ ধান সংগ্রহ শুরু; অনিয়ম রুখতে সচেতন থাকার কঠোর নির্দেশ- উপজেলা প্রশাসন

Doinik Astha
মে ১৬, ২০২৪ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অভ্যন্তরীণ ধান সংগ্রহ শুরু করেছে খাদ্য বিভাগ। অনিয়ম রুখতে সচেতন থাকার কঠোর নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।


১৫ মে (বুধবার) সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নাহিদ হোসেন। তখন উপস্থিত ছিলেন উপখাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল সরকার, ফুড অফিসার মাসুদ আলম ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন এলাকার কৃষক বৃন্দ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সজল সরকার জানান, ইটনায় চলতি বোরো সংগ্রহ মৌসুমে ৪ হাজার ৫ শত ৪৫ মেট্রিকটন বোরো ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ। তিনি আরও জানান, সকল কৃষক সরকারি মূল্যে ধান দিতে পারবেন। প্রতি কৃষক ৩২ টাকা মূল্যে ০৩ মেট্রিক টন ধান দিতে পারবেন।

চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ধান ক্রয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০