DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দর্শকদের এত ভালবাসা পাবো তা অপ্রত্যাশিত – মাহফুজ ইমন

Abdullah
জুলাই ৬, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের সংগীত জগতে এক অপূর্ব স্বরলিপি হিসাবে স্থান পেয়েছেন তিনি। গায়ক হলেও বর্তমানে সংগীত পরিচালক হিসেবে বেশি পরিচিতি অর্জন করেছেন সঙ্গীত পরিচালক, গায়ক, সুরকার, কণ্ঠশিল্পী মাহফুজ ইমন। তার মাধ্যমে ইসলামিক সংগীতের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য প্রকাশের সময়ে মাহফুজ ইমন অপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তার সঙ্গীতে অদ্বিতীয় সংগীতিক সমৃদ্ধি, মধুর আবৃত্তি ও মধুর গায়কত্বের সমন্বয় প্রচুর ভালোবাসা পেয়েছে। ছোটবেলা থেকে গানের প্রতি প্রবল ইচ্ছা এবং ভালোবাসা থেকেই সংগীত পরিচালক হিসেবে নিজেকে গড়ে তোলা। যার শুরুটা ২০১৩ সাল থেকে হলেও পেশাগতভাবে সংগীত পরিচালক হিসেবে পরিচিতি লাভ করেন ২০১৮ সালে থেকে।

তখন থেকেই বিভিন্ন টিভি নাটক গুলার আবহ সংগীত ও একক সংগীত এর পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি বেশ কিছু ইসলামিক গজল নিয়ে তিনি কাজ করেন। শুরু তে সাফল্য না পেলেও বর্তমানে তার বেশ কিছু ইসলামিক গজল ইউটিউব এবং টিকটক এ প্রচুর সাড়া ফেলেছে। এর মধ্যে তার সংগীত করা উল্লেখযোগ্য দুটি গজল “নবীর রওজা শরীফ (আরশের মেহমান) এবং মনের ঘরেতে রেখেছি যারে। এই গজল দু’টি এরইমধ্যে ইউটিউবে ৩৩ মিলিয়ন ও ৬০ মিলিয়ন পার করেছে।

Bangladeshi music director Mahfuz Emon

ছবিঃ দৈনিক আস্থা

এই বিষয়ে জানতে চাইলে মাহফুজ ইমন উচ্ছাস প্রকাশ করে বলেন, দর্শকদের এত ভালোবাসা পাব তা অপ্রত্যাশিত। এভাবে অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে এই ধরনের আরো গজল উপহার দিতে চাই

বর্তমানে প্রতিষ্ঠিত বাংলাদেশী গায়ক এবং সুরকার মাহফুজ ইমন এর সাফল্যের সাথে তার জনপ্রিয়তাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ১ লাখ সাবস্ক্রাইব অতিক্রম করায় তিনি ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেয়েছেন। গজল দুইটি প্রচুর ভাইরাল হওয়ার ফলে। ইউটিউবে ভিডিওটি ক্ষণস্থায়ীভাবে অসংখ্য দর্শকের চোখে পড়েছে এবং অসংখ্য টিকটক ব্যবহারকারীরা এই গানে ভিডিও বানিয়েছে ও রিলস বানিয়েছে।

  • মাহফুজের ইসলামিক সংঙ্গীত কর্মকাণ্ডে প্রভূত সৃজনশীলতা এবং মানসম্পদের এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। তাঁর সংগীতে মধুর আবৃত্তির সঙ্গে ইসলামিক ধর্মের আদর্শগুলোর প্রতীক সমন্বিত হয়েছে। তাঁর সংগীতে আধুনিক সঙ্গীত শৈলী এবং ইসলামিক সংঙ্গীতের মধুর মিশ্রণ দেখা যায়।
আরো পড়ুন :  সেলিম রেজার 'ব্যাড গার্লস' এ চুক্তিবদ্ধ হলেন তারা

মাহফুজ ইমনের সংগীতে ইসলামিক সংঙ্গীতের উচ্চতম মানসম্পদ ও আদর্শগুলো প্রতীক্ষাকৃত উপস্থাপন করা হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে ইসলামিক নীতিমালা, আদর্শ জীবনযাত্রা এবং ইসলামিক মতবাদের মূল্যায়ন।

এমকে/আস্থা/এসএ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১