DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

IPL এ চেন্নাই কে উড়িয়ে শীর্ষে মুম্বাই

News Editor
অক্টোবর ২৪, ২০২০ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

IPL বিষয়ে চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ কে নিয়ে কথা বলতে গিয়ে কিছু দিন আগে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা বলেছিল ”চেন্নাই বনাম মুম্বাই হলো আইপিএলের এল ক্লাসিকো”

চেন্নাই আর মুম্বাইয়ের ম্যাচ আইপিএলের এল ক্লাসিকো সবসময়ের বিবেচনায় হলেও আজকে যেন চেন্নাই কে নিয়ে ছেলেখেলা করেছে মুম্বাই।

পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বাই, চেন্নাইয়ের স্বপ্ন ভেঙে চুরমার

ম্যাচে ছিল না মুম্বাইয়ের ক্যাপ্টেন রোহিত শর্মা, ইঞ্জুরির জন্য মিস করেছেন তিনি। তার অনুপস্থিতিতে ক্যাপ্টেন পোলার্ড টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। শারজাহ মানেই যেন রানের ছড়াছড়ি কিন্তু সেখানে সবাইকে ভুল প্রমাণ করে চেন্নাইয়ের উপর চড়ে বসে মুম্বাই।

প্রথম ওভারেই রুতুরাজ গাইকওয়াদ কে শুন্য রানে ফিরিয়ে দিয়ে শুরু করেন ট্রেন্ট বোল্ট।পরের ওভারে বুমরাহ এসে জোড়া আঘাত হানেন।

ওভারের ৪র্থ ও ৫ম বলে রায়ডু ও জগদিসানের উইকেট তুলে নেয় এই ফাস্ট বোলার। ২ ওভার শেষে ৩ রানে ৩ উইকেট পরে যায় চেন্নাইয়ের।পরের ওভারে ফিরে এসে আবারও আঘাত হানে বোল্ট। এবার তুলে নেন দলের হয়ে এই সিজনে সর্বোচ্চ রান করা ডু প্লেসিস কে। মাত্র ১ রান সাজঘরে ফেরেন তিনি।


এরপর মাঠে আসে ক্যাপ্টেন ধোনি ও জাদেজা।নিজের ৩ নাম্বার ওভারে এসে জাদেজা কে ফেরান বোল্ট। ২১ রানে ৫ উইকেট হারানোর পর এক সময় তাদের রাঙানি দিচ্ছিল আইপিএলের সর্বনিম্ন স্কোর ৪৯ রানের। ভাগ্যিস একজন স্যাম কারান ছিলেন। তার ৫২ রানের উপর ভর করে শেষ পর্যন্ত ১১৪ রান সংগ্রহ করতে পারে চেন্নাই।মুম্বাইয়ের হয়ে ৪ উইকেট নেয় বোল্ট, এছাড়া ২ টি করে উইকেট নেয় রাহুল চাহার ও বুমরাহ। বাকি উইকেট নেয় নাথান কোল্টার নাইল।

জবাবে ১১৫ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌছে যায় মুম্বাই। ইশান কিসান ৩৭ বলে ৬৮ ও ডি কক ৩৭ বলে ৪৬ রান করেন। আইপিএলে এই প্রথম ধোনির নেতৃত্বে তার দল ১০ উইকেটের লজ্জাজনক হার দেখলো। আজকের ম্যাচ জিতে শীর্ষে উঠেছে মুম্বাই আর তলানিতে থেকে গেছে চেন্নাই। এই পরাজয় চেন্নাইয়ের কোয়ালিফাইয়ের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছেই বলা চলে। শেষ ৩ ম্যাচ জিতলেও তাদের কোয়ালিফাই করার সম্ভবনা নেই, এটাও ধোনির ক্যাপ্টেন্সি তে চেন্নাইয়ের হয়ে লজ্জাজনক রেকর্ড। এর আগে কখনওই তারা গ্রুপ পর্বে বাদ পরেনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০