ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল Logo পানছড়িতে অসহায়, গরীব ও দুস্থের মাঝে ৩ বিজিবির মানবিক সহায়তা বিতরণ

ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ১০০৫ বার পড়া হয়েছে

ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। ছবি: আস্থা


কিশোরগঞ্জের কটিয়াদীতে ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্ত ও গার্মেন্টস কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার করগাঁও বাজারের নিতাই দেবনাথ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এলাকার দুস্থ, অসহায় ও গার্মেন্টস কর্মীদের মধ্যে পাঁচ শতাধিক চাদর বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন (আঙ্গুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ, করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, করগাঁও বাজার বণিক সমিতির সভাপতি শাহিদুর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইকরা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আঙ্গুর বলেন, শহরে গার্মেন্টস দেওয়ার সুযোগ থাকলেও এলাকার মানুষের কর্মসংস্থানের কথা ভেবে আমি নিজের এলাকাতেই ইকরা গার্মেন্টসটি প্রতিষ্ঠা করেছি। এলাকার মানুষের শীতের কষ্ট লাঘব করতেই আজকের এই কার্যক্রম।

ইকরা গার্মেন্টসের কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে ম্যানেজিং ডিরেক্টর


আনোয়ার হোসেন আরও জানান, শুধুমাত্র আর্থিক লাভ নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসহায় মানুষের জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শীতবস্ত্র পেয়ে খুশির হাসি ফুটে ওঠে সুবিধাভোগীদের মুখে। এলাকার আশি বছরের বৃদ্ধ আব্দুল বারিক বলেন, শীত শুরু হইলেই কষ্ট বাড়ে। গরম কাপড় কিনবার সামর্থ্য নাই। আগেই গরম কাপড় পাইছি এইটা আমাদের জন্য খুব বড় সহায়তা। একইভাবে গার্মেন্টস কর্মচারী সুমি আক্তার বলেন, আমরা যারা মাস শেষে বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খাই, তাদের জন্য এই শীতবস্ত্র খুবই উপকার হয়েছে।

স্থানীয়রা মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং সামর্থ্যবান ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের কাজে উদ্বুদ্ধ করে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ গ্রহণ করা হবে।

শীতের শুরুতেই ইকরা গার্মেন্টসের মানবিক এই উদ্যোগে উপকৃত হয়েছেন এলাকার অসহায় মানুষ, বৃদ্ধ, নারী, শিশু ও গার্মেন্টস কর্মচারীরা। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, প্রতিষ্ঠানের বিভিন্ন সামাজিক কার্যক্রম ইতোমধ্যেই এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে, যা স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখছে।

ট্যাগস :

ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৯:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। ছবি: আস্থা


কিশোরগঞ্জের কটিয়াদীতে ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্ত ও গার্মেন্টস কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার করগাঁও বাজারের নিতাই দেবনাথ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এলাকার দুস্থ, অসহায় ও গার্মেন্টস কর্মীদের মধ্যে পাঁচ শতাধিক চাদর বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন (আঙ্গুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ, করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, করগাঁও বাজার বণিক সমিতির সভাপতি শাহিদুর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইকরা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আঙ্গুর বলেন, শহরে গার্মেন্টস দেওয়ার সুযোগ থাকলেও এলাকার মানুষের কর্মসংস্থানের কথা ভেবে আমি নিজের এলাকাতেই ইকরা গার্মেন্টসটি প্রতিষ্ঠা করেছি। এলাকার মানুষের শীতের কষ্ট লাঘব করতেই আজকের এই কার্যক্রম।

ইকরা গার্মেন্টসের কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে ম্যানেজিং ডিরেক্টর


আনোয়ার হোসেন আরও জানান, শুধুমাত্র আর্থিক লাভ নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসহায় মানুষের জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শীতবস্ত্র পেয়ে খুশির হাসি ফুটে ওঠে সুবিধাভোগীদের মুখে। এলাকার আশি বছরের বৃদ্ধ আব্দুল বারিক বলেন, শীত শুরু হইলেই কষ্ট বাড়ে। গরম কাপড় কিনবার সামর্থ্য নাই। আগেই গরম কাপড় পাইছি এইটা আমাদের জন্য খুব বড় সহায়তা। একইভাবে গার্মেন্টস কর্মচারী সুমি আক্তার বলেন, আমরা যারা মাস শেষে বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খাই, তাদের জন্য এই শীতবস্ত্র খুবই উপকার হয়েছে।

স্থানীয়রা মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং সামর্থ্যবান ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের কাজে উদ্বুদ্ধ করে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ গ্রহণ করা হবে।

শীতের শুরুতেই ইকরা গার্মেন্টসের মানবিক এই উদ্যোগে উপকৃত হয়েছেন এলাকার অসহায় মানুষ, বৃদ্ধ, নারী, শিশু ও গার্মেন্টস কর্মচারীরা। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, প্রতিষ্ঠানের বিভিন্ন সামাজিক কার্যক্রম ইতোমধ্যেই এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে, যা স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখছে।