২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসীদের লগী-বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে জেলার শহরের ইসলামীয়া সুপার মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা শহর জামায়াতে ইসলামী আমীর আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক রমজান আলী, বিশেষ অতিথি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নাজমুল ইললাম, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল হক,জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী রিয়াদী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আমীর অধ্যাপক রমজান আলী, জেলার নায়েবে আমীর মোহাম্মদ আজিজুক হক, জেলা শহর শাখার সেক্রেটারী এ.কে.এম ছানাউল্লাহ, জেলা ছাত্র শিবিরের সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল।
সম্মেলনে বক্তারা আওয়ামী লীগের ভয়াবহতা বর্ণান করে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডির মানবতাবিরোধী জঘন্য হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান।