কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) সংসদীয় আসন
যশোদলে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১০২৭ বার পড়া হয়েছে
যশোদল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভা। ছবি: আস্থা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে সদর উপজেলার যশোদল ইউনিয়ন জামায়াতের আয়োজনে গোসাই বাজার ভূমি অফিস প্রাঙ্গণে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এতে যশোদল ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. গোলাম মস্তোফার সভাপতিত্বে ও সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ শাখার নায়েবে আমীর ও কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. মোসাদ্দেক ভূইঁয়া। এছাড়া বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম ফারুকি, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন লোকমান, সদর উপজেলা আমীর ক্বারি মাওলানা নজরুল ইসলাম, নায়েবে আমীর নূর উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান এবং ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মো. নিয়ামত উল্লাহ।এর আগে যশোদরে ৯টি ওয়ার্ড থেকে কর্মীসমর্থকেরা জনসভায় যুক্ত হোন।
এর আগে যশোদল ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে কর্মী-সমর্থকেরা শোভাযাত্রা করে জনসভায় যোগ দেন।
বক্তারা নির্বাচনী প্রস্তুতি, সংগঠনের করণীয় এবং মাঠপর্যায়ের প্রচারণা আরও জোরদার করাসহ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।






















