আজ জামালপুর শহরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জামালপুর পৌর শহরের পাথালিয়া ১নং ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পাথালিয়া সন্ধিক্লাব সংলগ্ন মুক্ত মাঠে ওয়ার্ড বিএনপির ব্যানারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
ওয়ার্ড বিএনপির সভাপতি সুজন আহম্মেদ শফিকুল সভাপতিত্ব করেন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিয়াকত আলীর, অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বাহাজ, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফি উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গফুর,
ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রমজান আলী, শ্রম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সাঈদা বেগম শ্যামা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদিকা শামীমা বেগম, নারগিস আক্তার জীবন, সাংগঠনিক সম্পাদিকা পিয়ারা হায়দার, ত্রাণ বিষয়ক সম্পাদিকা ছফুরা বেগম, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন,
১নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মমিন, ওয়ার্ড কৃষক দলের সভাপতি শামীম হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলী হোসেন, ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ রানা, ছাত্র দলের সভাপতি ছাবলু রহমান ঝোকন, সাধারণ সম্পাদক আব্দুল আল মাহিনসহ পাথালিয়া ওয়ার্ড বিএনপি,
যুব দল, শ্রমিক দল, ছাত্র দলসহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ মেজর জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।