DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৪শে এপ্রিল ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ২৪শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাংবাদিক জেলে, ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল বিএমএসএফ

মোঃ মানিক খান
এপ্রিল ২৪, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: সাতক্ষীরার তালা উপজেলার সাংবাদিক রোকনুজ্জামান টিপুর বিরুদ্ধে ১০ দিনের কারাদণ্ড প্রদানে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

সংগঠনটি এ ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতা ও তথ্য অধিকার লঙ্ঘনের নির্লজ্জ উদাহরণ আখ্যা দিয়ে বুধবার ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেছে।

বুধবার দুপুরে তথ্য কমিশনের সচিবালয়ে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে।

এ সময় সংগঠনের ট্রাস্টি বোর্ড সদস্য রফিকুল ইসলাম মিঠু, কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হালিম বাপ্পী, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক লিমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মো. রাসেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, সাংবাদিক রোকনুজ্জামান টিপুর নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের প্রতিটি জেলা উপজেলায় আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় তথ্য কমিশনের পরিচালক এ কে এম আজিজুল আরকান স্মারকলিপি গ্রহণ করে ন্যায়সঙ্গত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বিএমএসএফ নেতারা বলেন, “তথ্য চাওয়া কোনো অপরাধ নয়। সাংবাদিকদের ওপর হয়রানি স্বাধীন মত প্রকাশের মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। রোকনুজ্জামান টিপুর মুক্তি মানে তথ্যের অধিকার রক্ষা।”

এদিকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাতক্ষীরায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সাংবাদিক সংগঠনগুলো মনে করছে, এই ঘটনা তথ্য অধিকার আইনের চেতনা ও স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন আঘাত।

গণমাধ্যমকর্মীরা আরও বলেন,
“সত্য প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা সফল হবে না। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও তথ্যের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাবে।”

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩