DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১২ই মার্চ ২০২৫
ঢাকাবুধবার ১২ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ‘জুলাই বিপ্লব’ দেয়ালিকা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব, ২০২৫ উৎযাপন উপলক্ষে ‘জুলাই বিপ্লব’ দেয়ালিকা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ৪টায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠ সংলগ্ন শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসক ফৌজিয়া খান এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান, সহকারী কমিশনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল এ শাখা) ইশরাত জাহান, সহকারী কমিশনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার ও লাইব্রেরি শাখা) মো. মাহমুদুল হাসান প্রমুখ।

জেলা প্রশাসনের আয়োজিত প্রদর্শনীতে শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শনার্থীদের সমাগম ঘটে। গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রায় ১৫০টি ছবি স্থান পায়। এ সময় ছবিগুলো প্রদর্শন করে আন্দোলনকারীদের স্মৃতিচারণ করতে দেখা যায়।

এছাড়া তারুণ্যে উৎসবে ভ্রাম্যমান সংঙ্গীতানুষ্ঠান ও জুলাই বিপ্লবের চলচিত্র প্রদর্শিত হয়।

১০ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ৪:২৫
  • ৬:০৯
  • ৭:২২
  • ৬:১২