DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে আড়াই লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

Doinik Astha
মে ২৪, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

আশরাফুল ইসলাম রাজন,কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে জব্দ কৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। হাওরের অমূল্য সম্পদ দেশীয় প্রজাতির মাছ। মাছ সংরক্ষণে মা ও পোনা নিধন বন্ধের নিমিত্তে কিশোরগঞ্জের কটিয়াদীতে করগাঁও হাওরে শিমুহা নদীতে মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় ৫শত অবৈধ ম্যাজিক কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো দেলোয়ার হোসেনের সামনে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে দেওয়া হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদ ভিত্তিতে করগাঁও হাওড়ে শিমুহা নদীতে অভিযান চালিয়ে ৫শত অবৈধ ম্যাজিক কারেন্ট জালসহ অন্যান কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে। অভিযানের বিষয়টি টের পেয়ে জালের মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ জাল বিক্রি ও ব্যবহার করা আইনে দণ্ডনীয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬