কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের বিচারক আগামীকাল শুনানির তারিখ ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খালেদ সাইফুল্লাহ সোহেলের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, মামলা দুটির এজাহারে উল্লেখিত আসামির তালিকায় সোহেলের নাম ছিল না এবং তাঁর নামে কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল না। অজ্ঞাত সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়।
অ্যাডভোকেট জালাল উদ্দিন আরও জানান, আজ দুপুরে আদালতে মামলার নথি উপস্থাপন করা হলে বিচারক আগামীকাল শুনানির জন্য তারিখ ধার্য করে সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামীকাল আদালতে তাঁর পক্ষে জামিন আবেদন করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।