DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৮ই মে ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ৮ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির দেশত্যাগে কিশোরগঞ্জের পুলিশ সুপার প্রত্যাহার

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
মে ৮, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের থাইল্যান্ডের ব্যাংককে যাওয়ার ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে মো. আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলাম ও এসবির এটিএসআই মো. সোলায়মাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ মে)  রাত ৮টার দিকে বাংলাদেশ পুলিশের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি চোখের অসুখ, কিডনি ও পাইলসের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শেই তিনি বুধবার রাত ৩টা ৫মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন।

গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাদ ইউনিয়নের তহমুল ইসলাম মাজহারুল কিশোরগঞ্জ সদর মডেল থানায় বাদি হয়ে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের   বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১