কিশোরগঞ্জে নানা আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ শোক র্যালি করেছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৮টায় শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কলেজের শিক্ষকরা।
কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাদেকুর রহমান , জনাব মাহবুবুল ইসলাম, রৌশন আরা লুৎফুন্নাহার, বদরুন্নাহার, মাজারুল হক কার্জন, সুনীল কুমার দাস, জালাল উদ্দিন, মেহেরুন তাসনুভা, মো: ওমর ফারুক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরাসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।।
এ সময় বক্তারা দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুখী সমৃদ্ধ দেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার হত্যাকারীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে মামলার রায় কার্যকরের দাবি জানান।
জেল হত্যা মামলাকে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ দাবি করে পুনরায় তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত এবং মদদ দাতাদের চিহ্নিত করার দাবি জানান কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের শিক্ষকরা