পাকুন্দিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১০২৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উষার আলো ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইড লাইন-২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাকুন্দিয়া পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে উষার আলো ফাউন্ডেশনের সভাপতি এইচ এম ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার একাডেমিক সুপারভাইজার মো: শারফুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর সহকারী পরিচালক আজিজুল হক সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পুলেরঘাট শাখার ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন, পিজি ডেন্টাল সার্জারীর ডেন্টাল সার্জন ডা.জিয়া উদ্দিন টিটু, ডা.আরাফাত হোসাইন, সুলতান আফজাল আইয়ূবী,জহির রায়হান,আব্দুল্লাহ আল মামুন,জাহিদুল ইসলাম জনি প্রমুখ।
মো. আহসানুল্লাহ ও আতিকুল্লাহ সাজিদের সঞ্চালনায় এসময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ,সংগঠনের দ্বায়িত্বশীল, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল। পরে কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।