পর্যটনকেন্দ্রে লুটপাটের জালে স্থানীয় প্রভাবশালীরা, রাতভর অভিযানে উদ্ধার ১২ হাজার ঘনফুট পাথর
লুট হওয়া পাথর উদ্ধার: রাতভর অভিযানে জেলা প্রশাসন ও যৌথবাহিনী
- আপডেট সময় : ১২:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ১২২৬ বার পড়া হয়েছে
সিলেট অফিস : সিলেটের বিশ্বখ্যাত পর্যটনকেন্দ্র ‘সাদা পাথর’ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধার ও পুনঃপ্রতিস্থাপন করেছে জেলা প্রশাসন ও যৌথবাহিনী। বুধবার (১৩ আগস্ট) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলে এ অভিযানের নাটকীয় ধাপ, যার মাধ্যমে ধলাই নদীর তীরবর্তী এলাকা ও সড়কের বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার হয়।
কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার জানান, ঘটনাটির তদন্ত ও দায় নির্ধারণে ৬ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী যৌথবাহিনীর সহায়তায় উদ্ধারকৃত সব পাথর পুনরায় সাদা পাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে।
এর আগে সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে অনুষ্ঠিত সমন্বয় সভায় লুট হওয়া পাথর উদ্ধারের পাশাপাশি সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযান চলাকালে ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে সাদা পাথর থেকে চুরি হওয়া স্তূপীকৃত পাথর জব্দ করা হয়। সিলেট-ভোলাগঞ্জ সড়কের এয়ারপোর্ট এলাকা ও সিলেট ক্লাবের সামনে স্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ট্রাক তল্লাশি চালানো হয়। এতে একাধিক ট্রাক আটক ও পাথর জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, “প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট থেকে সাদা পাথরের ভোলাগঞ্জ রেলওয়ে বাঙ্কার এলাকায় অবৈধ পাথর লুট শুরু হয়। প্রশাসনের তৎপরতায় কিছু সময় তা বন্ধ থাকলেও গত মাসের শেষ দিকে আবারও তীব্র আকার ধারণ করে, মাত্র কয়েকদিনে পর্যটনকেন্দ্রটি ক্ষতবিক্ষত হয়ে পড়ে। এ ঘটনায় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনসহ কয়েকজন স্থানীয় নেতার পদ স্থগিত করা হয়েছে এবং দলের আরও নেতাদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
এমএইচ/আস্থা