DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৩শে জুলাই ২০২৪
ঢাকামঙ্গলবার ২৩শে জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রায়হান জামান,কিশোরগঞ্জ
অক্টোবর ২০, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খেলাফতে মজলিস কিশোরগঞ্জ শাখা। শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নূর মসজিদের সামনে গিয় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সংগঠনের কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ্ বশিরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাখেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্। খেলাফত মজলিস কিশোরগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শামীম আহমাদ, ইসালামী যুব মজলিসের জেলা শাখার আহ্বায়ক মাওলানা অলীউর রহমান, সদস্য সচিব আহমাদ আকরাম, খেলাফত মজলিসের কিশোরগঞ্জ শহর শাখার সহ সভাপতি মুফতি শফিকুল ইসলাম, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, শহর শাখার বায়তুলমাল সম্পাদক জাকির হোসাইন সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, কিশোরগঞ্জ পৌর শাখার প্রচার সম্পাদক ডা.রাকিবুল ইসলাম, ইসলামী যুব মজলিস যশোদল ইউনিয়ন শাখার আহ্বায়ক এইচ.এম রাকিবুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান সজিব, সদস্য মিজানুর রহমান মিজান,ইমরান প্রমুখ।

এসময় সমাবেশে বক্তারা বলেন,ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বক্তারা আরো বলেন,দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচী আমরা ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ করছি।সেই সাথে আমরা মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে একত্রিত হয়েছি আজ। যাদের হৃদয়ে ছিটেফুটা ঈমান রয়েছে তারা কখনো ফিলিস্তিনি মুসলমানদের দুর্দিনে ঘরে বসে থাকতে পারেনা। আমরা ইসরাইলের এহেন কু- কর্ম সহ অনৈতিক ভাবে যুদ্ধ করার প্রতিবাদ জানাই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৫১
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৪:০০
 • ১২:০৮
 • ৪:৪৩
 • ৬:৫১
 • ৮:১৪
 • ৫:২২