DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই অক্টোবর ২০২৪
ঢাকাসোমবার ১৪ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি সংস্কারের দাবিতে সংস্কৃতিকর্মীদের গণজমায়েত

রায়হান জামান, কিশোরগঞ্জ
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতি অনিয়মের অভিযোগে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের অপসারণসহ ৪ দফা দাবিতে গণজমায়েত ও মিছিল করেছে কিশোরগঞ্জের শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীরা।

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর দুপুরে শহরের শহীদ সৈয়দ নজরুল চত্বরে জমায়েত শেষে বিক্ষুব্ধরা মিছিল করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে লিখিত দাবি উপস্থাপন করেন। এ সময় জেলা প্রশাসক আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে শিল্পকলা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ইফতেখার হোসেন সাকিব জানিয়েছেন।

আন্দোলনকারীদের সমন্বয়ক ইফতেখার হোসেন সাকিব বলেন, দুর্নীতিবাজ আওয়ামী ফ্যাসিবাদের দোসর কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের অপসারণসহ ৪ দফা দাবিতে গত ৮ সেপ্টেম্বর থেকে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছি। কিন্তু কালচারাল অফিসার আন্দোলন থামিয়ে দিতে নানাভাবে আমাদের হুমকি-ধামকি দিচ্ছেন। তবে এসব দাবি দ্রুততম সময়ের মধ্যে পূরণ না হলে তারা আন্দোল চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২
  • ১১:৪৯
  • ৩:৫৯
  • ৫:৪১
  • ৬:৫৪
  • ৫:৫৩