কিশোরগঞ্জের ইটনা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান আকন্দের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে গণমিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটিতে জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার প্রায় দুইশতাধিক বিএনপির সমর্থকরা অংশ নেয়। এ সময় তাদের হাতে খালেদা জিয়া ও তারেক রহমানের বিভিন্ন প্লেকার্ডগুলোতে দেখা যায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ ফজলুর রহমান ও ডিবি হারুনের হাস্যোজ্জল গলাগলির ছবি, যা চোখে পড়ার মতো।
জানা যায়, রানা চৌধুরী নামক একটি ফেসবুক ফেইক আইডি থেকে প্রতিনিয়ত বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এ্যাড. ফজলুর রহমানের বিরুদ্ধে নানা অপ্রপ্রচার ও মানহানিকর বিষয় প্রচার করতো। তাই বিষয়টি নিয়ে জয়সিদ্ধি ইউনিয়ন চেয়ারম্যান ইটনা উপজেলা বিএনপির সহ সভাপতি মনির উদ্দীন ইটনা থানায় সাইবার ক্রাইম আইনে মামলা করেছে। সেই মামলায় আতাউর রহমান আকন্দকে ইটনা থানা পুলিশ গ্রেফতার করে। গণমিছিল কারীদের দাবি ফজলুর রহমানের মদদেই আতাউর রহমান আকন্দকে গ্রেফতার করা হয়েছে।