কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসন
ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল
- আপডেট সময় : ১১:৪৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ১০২৯ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নুর পক্ষে গণমিছিল। ছবি: আস্থা
কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নুর পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে চুন্নুর বাসভবন থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্টেশন রোডের জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে হয়।
মিছিলে নেতাকর্মীদের মাথায় টুপি, স্লোগান, ব্যানার আর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
পরে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রেজাউল করিম খান চুন্নুর ছোট ভাই শাহিনুর করিম খান শাহিন, সাবেক ওয়ার্ড কমিশনার রাফিউল শামীম, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জালাল আহমেদ, মাইজখাপন ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন আহমেদ, হোসেনপুর উপজেলা ওলামা দলের সভাপতি আব্দুর রহমান, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক গাজী মাসুদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা চুন্নুর বাসভবনে জড়ো হন। তারা রেজাউল করিম খান চুন্নুকে দলীয় মনোনয়ন দিয়ে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার জোর দাবি জানান।



















