কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোর টাকা গণনা শেষ হয়েছে।
এবার ১০টি লোহার দানবাক্স থেকে মিলল ৮ কোটি ২১লাখ ৩৪ হাজার ৩ শত ৪ টাকা। এছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টার দিকে মসজিদের দানবাক্সগুলো খুলে এক এক করে ২৯ বস্তা টাকা পাওয়া যায়। পরে শুরু হয় গণনা। এতে ৪০৫ জনের একটি দল সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত গণনা শেষে রেকর্ড পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। যা অতীতের সকল রেকর্ড ভেঙেছে।
মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়। এছাড়া করোনাকালে রোগীদের সেবায় নিয়োজিত শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ৮০ জন স্বেচ্ছাসেবককেও অনুদান দেওয়া হয়েছিল এ দানের টাকা থেকে।
মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৬০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।