DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই অক্টোবর ২০২৪
ঢাকাবুধবার ১৬ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখতে কিশোরগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ

Doinik Astha
অক্টোবর ২৮, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে হোসেন্দী কলেজ মাঠ থেকে মোটসাইকেল শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও দক্ষিণ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস (সাফা) এর সাবেক প্রেসিডেন্ট এ. কে. এম দেলোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে শোভাযাত্রাটি কটিয়াদী ও পুলেরঘাট বাজার হয়ে হোসেন্দী খেলার মাঠে গিয়ে শেষ হয়। পরে হোসেন্দী খেলার মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে তিনি পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সংবলিত লিফলেট বিতরণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা এ. কে. এম দেলোয়ার হোসেন বলেন, রাজধানীসহ সারাদেশে যখন বিএনপি-জামায়াত ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, সে মুহূর্তে আমরা শান্তি সমাবেশ করছি। তাদের দা, কুড়ালের জবাবে আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি উঁচিয়ে উন্নয়নের কথা বলছি। বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি দেশকে পিছনে নিয়ে যেতে চায়। কিন্তু বাংলার জনগণ তা হতে দেবেনা। বাংলার জনগণ শান্তি ও উন্নয়ন চায় উল্লেখ করে তিনি আরও বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী নির্বাচনে জনগণ আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, নজরুল ইসলাম, সোলায়মান হোসেন এরশাদ, সাজ্জাদ হোসেন প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬