পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাই
- আপডেট সময় : ১১:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ১০৫০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে এক যুবকের কাছ থেকে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গত, ১৯ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার তারাকান্দি কামিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মামুন মিয়া (২৮) পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন মিয়া ২০২১ মডেলের নীল রঙের একটি ইয়ামাহা মোটরসাইকেল (Yamaha FZS V3, ১৫০ সিসি; রেজি. নম্বর: Kishoreganj LA-11-5496) নিয়ে উপজেলার সুখিয়া বাজার থেকে তারাকান্দি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে তারাকান্দি কামিল মাদ্রাসার সামনে পৌঁছালে কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার পথ রোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে নেয়।
দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাকে হুমকি দিয়ে জানায়, মোটরসাইকেলটি তাদের প্রয়োজন এবং চিৎকার করলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। প্রাণভয়ে মামুন মিয়া মোটরসাইকেলটি ছেড়ে দিতে বাধ্য হন। তিনি জানান, দুর্বৃত্তদের মধ্যে একজনকে ‘কামরুল’ নামে ডাকতে শুনেছেন।

ছিনতাইকৃত মোটরসাইকেল
ঘটনার সময় দুর্বৃত্তদের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল। তারা চারটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে বলে জানা গেছে। এ কারণে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল-মামুন বলেন, ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।










