মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১০:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১০০৬ বার পড়া হয়েছে
ছবি: আস্থা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার ফরিদপুরের ডাক্তার বাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফরিদপুর এলাকার কৃতি সন্তান, মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত চক্ষু চিকিৎসক, ঢাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কনসালটেন্ট ও ফেকো সার্জন ডা. মাজহারুল হক ভূঁইয়া সজীবের ব্যক্তিগত প্রচেষ্টায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক গবেষক ও লেখক শামসুল আলম সেলিম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. মাজহারুল হক ভূঁইয়া সজীব, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুর রহমান, মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা শরীফুল ইসলাম ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি নূরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে দরিদ্র, এতিম ও শারীরিক প্রতিবন্ধী ৩০ জন শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণের আগে প্রধান অতিথি কুলিয়ারচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী এর হাতে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য যে, গত জানুয়ারি মাসে ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। পরে ৫০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়।






















