তুহিন হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশজুড়ে সাংবাদিক সমাজের গণআন্দোলনের ডাক
- আপডেট সময় : ১২:৩৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৫০১৮ বার পড়া হয়েছে
গাজীপুরে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে। এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এবার রাস্তায় নামছে দেশের সাংবাদিক সমাজ।
প্রতিবাদ সমাবেশের কেন্দ্রীয় আহ্বান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বৃহস্পতিবার রাতের এক ভার্চুয়াল সভায় ঘোষণা দেন
“৯ আগস্ট, শনিবার সকাল ১১টায় দেশের প্রতিটি জেলা ও উপজেলা সদরে একযোগে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।”
তবে শুধুমাত্র বিএমএসএফ নয়, এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন ও অংশগ্রহণের ঘোষণা দিয়েছে আরও একাধিক সাংবাদিক ও মানবাধিকার সংগঠন।
বিশেষভাবে,
ঢাকা রিপোর্টার্স ইউনিটি
হিউম্যান রাইট ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (BFUJ)
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (DUJ)
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (BNSK)
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (BIJF)
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
…সহ আরও অনেক সংগঠন একযোগে এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে এবং অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।
বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন, স্বাধীন দেশে ৫৪ বছরে অর্ধ শতাধিক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু এখনও সাংবাদিক সুরক্ষা আইন নেই। এই নৈরাজ্য রোধে অবিলম্বে সুরক্ষা আইন প্রণয়ন এবং তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
আর একটিও হত্যাকাণ্ড সাংবাদিক সমাজ মেনে নেবে না। এবার প্রতিরোধ গড়ে তোলা হবে।”
সাংবাদিকদের এ আন্দোলন শুধু বিচার চাওয়ার আন্দোলন নয়, এটি সাংবাদিকতা পেশাকে রক্ষা করার লড়াই।
এমএইচ মানিক
সাংস্কৃতিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
হিউম্যান রাইট ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন