নিউইয়র্কে আখতারের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ

- আপডেট সময় : ১০:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১১০৯ বার পড়া হয়েছে
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের আখড়া বাজার চত্বর থেকে এনসিপি ও জাতীয় যুবশক্তির যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, এনসিপির হোসেনপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. জাকির হোসেন, জাতীয় যুবশক্তির কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহফুজুর রহমান এবং সদস্য সচিব যোবায়ের শাহ। এ সময় অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মিছিলে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব ও আওয়ামী লীগের বিচার দাবি করেছে তারা।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গেলে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গালমন্দ করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থকরা সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটায়। এ ঘটনায় মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।