কিশোরগঞ্জে এনসিপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ১১৪৩ বার পড়া হয়েছে
নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) এর মৌলিক সংস্কার ও নতুন সংবিধানের রুপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) এর গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) দুপুরে জেলা শহরের বটতলা মোড় থেকে গণসংযোগ করে শহরে গুরুত্বপূর্ণ স্থান কালীবাড়ি মোড়, রথখলা প্রাঙ্গণ, শহীদী মসজিদ প্রাঙ্গণ, ইসলামিয়া সুপার মার্কেট, টিনপট্টি, বড় বাজার হয়ে আঠারো বাড়ি কাচারী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় নাগরিক পার্টির লিফলেট বিলি করা হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ,কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির, সাঈদ উজ্জ্বল, কেন্দ্রীয় সদস্য দিদার শাহ, কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, সংগঠক আলী আশরাফ সোহান, কিশোরগঞ্জ সদর উপজেলা নাগরিক কমিটির সদস্য নাহিদ ইসলাম, সাব্বির আহমেদ, সালাহ উদ্দিন তারেক (রাসেল), মো. রফিকুল ইসলাম, হোসেনপুর উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য মোহাম্মদ জাকির হোসেন, মো. সাইফুল ইসলাম জুয়েলসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




















