DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৫
ঢাকাসোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন বাতিল

রায়হান জামান,কিশোরগঞ্জ
এপ্রিল ১৮, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার।


বুধবার (১৭ এপ্রিল) কিশোরগঞ্জের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

জানাযায়, পাকুন্দিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু এবং বিশিষ্ট শ্রমিক নেতা ও শিল্পপতি মো. আতাউল্লাহ সিদ্দিক মাসুদ পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচন পরিচালনা সংক্রান্ত প্রার্থীতা যাচাই-বাছাই কমিটির সভায় জেলা নির্বাচন কর্মকর্তা কিশোরগঞ্জ ও রিটার্নিং অফিসার মো. মোরশেদ আলম বর্ণিত প্রার্থীদের দাখিলকৃত হলফ নামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করার অপরাধে তাদের মনোনয়ন পত্র বাতিল করে নোটিশ জারি করেন।

এরফলে পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম রেনু ও মো. আতাউল্লাহ সিদ্দিক মাসুদ এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. জুয়েল মিয়া নির্বাচন করার সুযোগ রইল না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯
  • ১২:১৬
  • ৪:১৬
  • ৫:৫৭
  • ৭:১১
  • ৬:৩১