দুইদিন ধরে নিখোঁজ ওমর ফারুক, পরিবারের শঙ্কা; অপহরণ নাকি দুর্ঘটনা

- আপডেট সময় : ০১:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ১১৯৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধুনগর গ্রামের মো. ওমর ফারুক (৩১) নামে এক ব্যক্তি দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার। তারা ধারণা করছেন, এটি কোনো অপহরণ না কি দুর্ঘটনা—তা নিয়েই শঙ্কায় আছেন সবাই।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত শনিবার (৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে ওমর ফারুক নিজ বাড়ি থেকে তার বিকাশ অফিসের উদ্দেশ্যে বের হন। পরে রাত সাড়ে ৮টার দিকে অফিস থেকে জানানো হয় ওমর ফারুক অফিসে যায়নি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও পরিবার তাঁর সন্ধান মেলাতে পারেনি।
এ ঘটনায় নিখোঁজের পিতা মো. জসিম উদ্দিন সোমবার (৬ অক্টোবর) কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ওমর ফারুকের বয়স আনুমানিক ৩১ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল একটি টি-শার্ট ও প্যান্ট।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের সদস্যরা ওমর ফারুকের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।