২ মার্চ রবিবার জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নে সকাল সাড়ে ৮টা দিকে রাজিব পরিবহনের একটি বাসের সাথে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে একজন নিহত হয়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা বাসে আগুন ধরিয়ে দেয়। জামালপুর ময়মনসিংহ রাস্তায় জয়রামপুর এলাকায় আলম চেয়ারম্যান এর বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের জামালপুর-ময়মনসিংহ রোডের জয়রামপুর এলাকায় আলম চেয়ারম্যান বাড়ির সামনে রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে এক যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা রাজিব বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মাদ আতিক বলেন, বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এমকে/আস্থা