DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের লিডার পয়েন্ট রাব্বি গ্রেফতার

Astha Desk
মার্চ ৭, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর কিশোর গ্যাং লিডার ফজলে রাব্বি ওরফে পয়েন্ট রাব্বি (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে নগরীর অশোকতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাকচি। 

গ্রেফতারকৃত পয়েন্ট রাব্বির বাড়ি চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার নরহ গ্রামে। পয়েন্ট রাব্বির একটি কিশোর গ্যাং রয়েছে। তার গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে নগরীর ঠাকুরপাড়া, অশোকতলা, গোবিন্দপুর এলাকায় চুরি ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকা- করছে।

সোমবার রাতেও পয়েন্ট রাব্বি ও তার সহযোগীরা মিলে তিন চারজন কিশোরকে কুপিয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে নগরীর অশোকতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন,   গ্রেফতার পয়েন্ট রাব্বির বিরুদ্ধে দুটি ডাকাতির প্রস্তুতি ও একটি মারামারির মামলা রয়েছে। আর কোন কোন ঘটনার সাথে সে জড়িত তার খোঁজ খবর নেয়া হচ্ছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এছাড়াও গত ১১ ফেব্রুয়ারি নগরীর গোবিন্দপুর এলাকার মাদক সেবন অবস্থায় দেখে ফেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিঘাতে এক শ্রমিককে হত্যার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে।

এমকে/আস্থা/এসএ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১২:০৬
  • ১৬:৪২
  • ১৮:৫৪
  • ২০:২০
  • ৫:১৪