DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৬শে মার্চ ২০২৫
ঢাকাবুধবার ২৬শে মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পুলিশের দুর্ধর্ষ অভিযান: কুখ্যাত তিন ডাকাত ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ এ কে নোমান
মার্চ ১, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ জেলার কয়েকটি উপজেলায় পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তিন কুখ্যাত ডাকাত ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (১ মার্চ) নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম বলেন, “ডাকাতরা যত চালাক হোক, পুলিশের হাতে ধরা পড়বেই। নওগাঁতে অপরাধীদের জায়গা নেই। মাদক কারবারি ও ডাকাতদের গডফাদারদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ৯ অক্টোবর সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সোনাইচন্ডি হাট থেকে মহিষ বিক্রি শেষে ব্যবসায়ীরা ভটভটিযোগে বাড়ি ফেরার পথে সাপাহার থানার মাইপুর গাড়ি সংলগ্ন ব্রিজের কাছে সশস্ত্র ডাকাতদের কবলে পড়েন। ডাকাতরা ৫,৬৬,৮০০ টাকা লুট করে এবং ব্যবসায়ীদের কুপিয়ে জখম করে।

ঘটনার পরপরই ৮ জন ডাকাতকে গ্রেফতার করা হলেও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পরানপুর গ্রামের বিদেশ পাহানের ছেলে বিকাশ পাহান ও রাজবংশী পাড়া গ্রামের ইন্দ্র বর্মনের ছেলে জয় কুমার দীর্ঘদিন পলাতক ছিল। পুলিশের সাঁড়াশি অভিযানে গত (২৮ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করা হয়। বিকাশ পাহানের বিরুদ্ধে ছয়টি ডাকাতি মামলা রয়েছে।

গত (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আত্রাই থানার দাড়িয়াগাঁথী গ্রামের স্বর্ণ ব্যবসায়ী শ্রী নান্টু কুমার তার রিংকু জুয়েলার্স থেকে ১৫ ভরি স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে বাড়ি ফেরার পথে আহসানগঞ্জ হাটের দক্ষিণ পাশে মালাধর ব্রিজের ওপর ডাকাতদের কবলে পড়েন। মোটরসাইকেলে আসা পাঁচজন ডাকাত তার মাথায় আঘাত করে ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় আত্রাই থানায় ডাকাতি মামলা রুজু হলে তদন্তের ভিত্তিতে মান্দা থানার ফেরিঘাট এলাকা থেকে আহসান রাজ কে গ্রেফতার করে ডিবি পুলিশ। আহসান রাজের বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

নওগাঁ সদর থানার পুলিশ পৃথক অভিযানে ৬টি ডাকাতি ও চুরির মামলার আসামি নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের মৃত সেলিম উদ্দিনের ছেলে আসলাম হোসেন কে গ্রেফতার করেছে।

আরো পড়ুন :  খিলক্ষেতের ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা দায়ার

অপরদিকে, নওগাঁ জেলা ডিবি পুলিশ গতকাল মান্দা থানাধীন দেলুয়াবাড়ী বাজারের জগিমন্ডব এলাকা থেকে মাদক ব্যবসায়ী মান্দা উপজেলার দেলুয়াবাড়ী গ্রামের আব্দুল মজিদ এর ছেলে মেহেদী হাসান পাইলট কে গ্রেফতার করে। তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম আরও বলেন, “নওগাঁ জেলা পুলিশ সবসময় জনগণের পাশে আছে। আমাদের কঠোর অভিযানের ফলে অপরাধীরা দিশেহারা। জনগণকে আশ্বস্ত করছি, নওগাঁতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ আরও কঠোর হবে।”

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফারজানা হোসেন, নওগাঁ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ও নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকদিনে পুলিশের অভিযানে আরও ৯ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭