ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo তাড়াইলে ধলা ইউপি চেয়ারম্যান ঝিনুক গ্রেফতার Logo কিশোরগঞ্জে চবি চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা Logo কিশোরগঞ্জে জেলা প্রশাসক ফৌজিয়া খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে আ.লীগের মিছিল: সাবেক প্রতিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা Logo প্রাথমিক শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার Logo রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি Logo ত্যাগ, নৈতিকতা নাকি দলীয় বলয়; কিশোরগঞ্জের ফাঁকা দুই আসনে কোন পথ বেছে নেবে রাজনীতি? Logo নির্বাচন বানচালের ষড়যন্ত্র: ক্ষমতার লোভে পেয়েছে উপদেষ্টাদের Logo খাগড়াছড়ি কারাগার থেকে পালিয়েছে দুই আসামি

সাংবাদিকদের ধোঁকা!

হেজবুত তাওহীদের গোলটেবিল বৈঠক বন্ধ করল পুলিশ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৪৫৮ বার পড়া হয়েছে

রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন বিষয়ক গোলটেবিল বৈঠক। ছবি: আস্থা

সাংবাদিক সম্মেলনের নামে সাংবাদিকদের ডেকে হেজবুত তাওহীদ কিশোরগঞ্জে আয়োজন করেছিল রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন বিষয়ক এক গোলটেবিল বৈঠক। তবে প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৈঠকটি বন্ধ করে দেয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা শহরের উজান ভাটি চাইনিজ রেস্টুরেন্টের ৪র্থ তলায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে হেজবুত তাওহীদ কিশোরগঞ্জ জেলা শাখা।

সভায় সংগঠনটির জেলা শাখার সভাপতি সোহানুর রহমান হিমসেল স্বাগত বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিভাগের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ বক্তব্য দিতে শুরু করলে সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত হয়ে বৈঠক বন্ধের নির্দেশ দেন।

ওসি জানান, প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের সভা আয়োজন করা যায় না। তবে প্রধান অতিথি ডা. মাহবুব আলম মাহফুজ দাবি করেন, রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনার বিষয়টি সরকারের তরফ থেকেই উত্থাপিত হয়েছে। এ নিয়ে আলোচনায় প্রশাসনের অনুমতির প্রয়োজন নেই। তিনি আরও বলেন, দেশের অন্যান্য জেলায় একই ধরনের গোলটেবিল বৈঠক হয়েছে। সেখানে কোনো অনুমতির প্রয়োজন পড়েনি।

কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় ওসি অনড় অবস্থানে থেকে বৈঠকটি বন্ধ করে দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তাওহীদের ময়মনসিংহ বিভাগের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাপ্পা, ঢাকা দক্ষিণ জেলার সভাপতি মো. তসলিম উদ্দিন ও কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান আরফান।

এ সময় কিশোরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। তবে তারা অভিযোগ করেন, আমাদের সংবাদ সম্মেলনের কথা বলা হলেও এখানে এসে দেখি হেজবুত তাওহীদের গোলটেবিল বৈঠক! ব্যানারেও কোথাও সংবাদ সম্মেলনের উল্লেখ ছিল না। এক কথায় বলা যায়, আমাদের ধোঁকা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের ধোঁকা!

হেজবুত তাওহীদের গোলটেবিল বৈঠক বন্ধ করল পুলিশ

আপডেট সময় : ১১:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

সাংবাদিক সম্মেলনের নামে সাংবাদিকদের ডেকে হেজবুত তাওহীদ কিশোরগঞ্জে আয়োজন করেছিল রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন বিষয়ক এক গোলটেবিল বৈঠক। তবে প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৈঠকটি বন্ধ করে দেয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা শহরের উজান ভাটি চাইনিজ রেস্টুরেন্টের ৪র্থ তলায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে হেজবুত তাওহীদ কিশোরগঞ্জ জেলা শাখা।

সভায় সংগঠনটির জেলা শাখার সভাপতি সোহানুর রহমান হিমসেল স্বাগত বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিভাগের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ বক্তব্য দিতে শুরু করলে সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত হয়ে বৈঠক বন্ধের নির্দেশ দেন।

ওসি জানান, প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের সভা আয়োজন করা যায় না। তবে প্রধান অতিথি ডা. মাহবুব আলম মাহফুজ দাবি করেন, রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনার বিষয়টি সরকারের তরফ থেকেই উত্থাপিত হয়েছে। এ নিয়ে আলোচনায় প্রশাসনের অনুমতির প্রয়োজন নেই। তিনি আরও বলেন, দেশের অন্যান্য জেলায় একই ধরনের গোলটেবিল বৈঠক হয়েছে। সেখানে কোনো অনুমতির প্রয়োজন পড়েনি।

কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় ওসি অনড় অবস্থানে থেকে বৈঠকটি বন্ধ করে দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তাওহীদের ময়মনসিংহ বিভাগের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাপ্পা, ঢাকা দক্ষিণ জেলার সভাপতি মো. তসলিম উদ্দিন ও কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান আরফান।

এ সময় কিশোরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। তবে তারা অভিযোগ করেন, আমাদের সংবাদ সম্মেলনের কথা বলা হলেও এখানে এসে দেখি হেজবুত তাওহীদের গোলটেবিল বৈঠক! ব্যানারেও কোথাও সংবাদ সম্মেলনের উল্লেখ ছিল না। এক কথায় বলা যায়, আমাদের ধোঁকা দেওয়া হয়েছে।