“রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় সংস্কার প্রক্রিয়া থেমে গেছে; ক্ষমতার লোভে ফ্যাসিবাদের কাঠামো ভাঙার প্রতিশ্রুতিও রক্ষা হয়নি”
সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম
- আপডেট সময় : ০৬:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ১২৮৪ বার পড়া হয়েছে
ছবি: দৈনিক আস্থা
রিয়াজুল হক সাগর, রংপুর অফিস: বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন যে, রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তার মতে, জুলাই স্পিরিটকে ধারণ করে গত এক বছরে যে কাঙ্ক্ষিত সংস্কারগুলো হওয়ার কথা ছিল, সেগুলো ক্ষমতালোভী মানসিকতার কারণে উপেক্ষিত হয়েছে।
শনিবার সকালে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন,
> “গত ১৫ বছরে দেশে ফ্যাসিবাদের যে কাঠামো তৈরি হয়েছে, সেটিকে ভেঙে নতুন ফ্রেম দাঁড় করানোর প্রয়োজন ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার ঘাটতি স্পষ্ট হয়েছে। ৩৬ জুলাইয়ের আন্দোলনের সংগঠকদের আশা-আকাঙ্ক্ষা সংস্কার কমিশনে প্রতিফলিত হয়নি। স্থায়ী পরিবর্তনের দাবি উপেক্ষিত হয়েছে।”
তিনি আরও যোগ করেন,
> “অতিমাত্রায় ক্ষমতালোভী রাজনীতিবিদদের কারণে বাংলাদেশ স্থায়ী সংস্কার থেকে বঞ্চিত হচ্ছে। অথচ খেটে খাওয়া মানুষের প্রত্যাশা—একটি স্থায়ী সংস্কার ও স্থায়ী পরিবর্তনের পথে যাত্রা করা।”
অনুষ্ঠানে জেলা জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ছাড়াও শহরের বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।












