ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo তাড়াইলে ধলা ইউপি চেয়ারম্যান ঝিনুক গ্রেফতার Logo কিশোরগঞ্জে চবি চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা Logo কিশোরগঞ্জে জেলা প্রশাসক ফৌজিয়া খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে আ.লীগের মিছিল: সাবেক প্রতিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা Logo প্রাথমিক শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার Logo রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি Logo ত্যাগ, নৈতিকতা নাকি দলীয় বলয়; কিশোরগঞ্জের ফাঁকা দুই আসনে কোন পথ বেছে নেবে রাজনীতি? Logo নির্বাচন বানচালের ষড়যন্ত্র: ক্ষমতার লোভে পেয়েছে উপদেষ্টাদের Logo খাগড়াছড়ি কারাগার থেকে পালিয়েছে দুই আসামি

ঈদের ছুটির সুযোগে স্কুল মাঠ দখল করে পুকুর খনন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ১১৫৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে করিমগঞ্জে স্কুলের মাঠ দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ ও তার ছোট ভাই করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলমের বিরুদ্ধে।

ঈদের ছুটির সুযোগের স্কুলে যাতায়াতের রাস্তা মেরামত করার নামে মাঠটি দখল করে পুকুর খনন করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

১৯৭০ সালে প্রতিষ্ঠিত পুরান চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর খেলার মাঠে গত ৭ এপ্রিল থেকে দেখা যায় এমন চিত্র।পুকুর খননের সময় স্কুলটির প্রধান শিক্ষক মাহমুদা জাহান ও এলাকাবাসী বাধা দিলে হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় গ্রামবাসীর। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি বিদ্যালয়ের নামে দলিলভূক্ত ৫৪ শতাংশ জমিতে বিদ্যালয় ভবন ও খেলার মাঠ নির্মাণ করা হয়। ঈদের ছুটিতে হঠাৎ বিদ্যালয়ের জায়গায় অবৈধ এক্সাভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে তার বাড়ি ভরাট ও ইটভাটায় বিক্রি করেছেন করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব ও তার লোকজন। তবে মাটি কেটে স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা মেরামত করা হয়েছে এবং সরকার চাইলে যেকোনো সময় ভরে নিতে পারেন বলে জানিয়েছেন অভিযুক্তরা।

স্কুলটির প্রধান শিক্ষক মাহমুদা জাহান বলেন, ঈদের ছুটি শেষে তিনি স্কুলে এসে দেখেন স্কুলের মাঠে পুকুর খনন হচ্ছে। পরে তিনি অভিযুক্ত শিক্ষক মাহবুব আলমকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি স্কুলের রাস্তা মেরামত হচ্ছে বলেন জানান। পরে প্রধান শিক্ষক মহমুদা জাহান খনন কাজে বাধা দিয়ে উপজেলা শিক্ষা অফিসারের বরাবর লিখিত অভিযোগ দেন।

সুতারপাড়া ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান আব্দুল হক ফকির বলেন স্কুলের এই জায়গাটি দীর্ঘদিন যাবৎ তাদের দখলে নেওয়ার পাঁয়তারা করছে। ইদানীং ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকার সুযোগে তারা স্কুল মাঠে পুকুর কখন করেছে।

করিমগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কুলের এডহক কমিটির সভাপতির মো. জালাল উদ্দিন বলেন, তিনি অভিযোগ পাওয়ার পরসঙ্গে সঙ্গে তার সহকারী শিক্ষা অফিসারকে সরেজমিনে পাঠিয়ে খনন কাজ বন্ধ করান এবং সহকারী অফিসারকে একটি বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, অভিযোগটি পেয়ে আমি এসিল্যান্ডকে বলেছি তিনি খতিয়ে দেখছেন।

করিমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহমুদ মোর্শেদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবসস্থা নেওয়া হবে।

ঈদের ছুটির সুযোগে স্কুল মাঠ দখল করে পুকুর খনন

আপডেট সময় : ০৩:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জে করিমগঞ্জে স্কুলের মাঠ দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ ও তার ছোট ভাই করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলমের বিরুদ্ধে।

ঈদের ছুটির সুযোগের স্কুলে যাতায়াতের রাস্তা মেরামত করার নামে মাঠটি দখল করে পুকুর খনন করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

১৯৭০ সালে প্রতিষ্ঠিত পুরান চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর খেলার মাঠে গত ৭ এপ্রিল থেকে দেখা যায় এমন চিত্র।পুকুর খননের সময় স্কুলটির প্রধান শিক্ষক মাহমুদা জাহান ও এলাকাবাসী বাধা দিলে হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় গ্রামবাসীর। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি বিদ্যালয়ের নামে দলিলভূক্ত ৫৪ শতাংশ জমিতে বিদ্যালয় ভবন ও খেলার মাঠ নির্মাণ করা হয়। ঈদের ছুটিতে হঠাৎ বিদ্যালয়ের জায়গায় অবৈধ এক্সাভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে তার বাড়ি ভরাট ও ইটভাটায় বিক্রি করেছেন করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব ও তার লোকজন। তবে মাটি কেটে স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা মেরামত করা হয়েছে এবং সরকার চাইলে যেকোনো সময় ভরে নিতে পারেন বলে জানিয়েছেন অভিযুক্তরা।

স্কুলটির প্রধান শিক্ষক মাহমুদা জাহান বলেন, ঈদের ছুটি শেষে তিনি স্কুলে এসে দেখেন স্কুলের মাঠে পুকুর খনন হচ্ছে। পরে তিনি অভিযুক্ত শিক্ষক মাহবুব আলমকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি স্কুলের রাস্তা মেরামত হচ্ছে বলেন জানান। পরে প্রধান শিক্ষক মহমুদা জাহান খনন কাজে বাধা দিয়ে উপজেলা শিক্ষা অফিসারের বরাবর লিখিত অভিযোগ দেন।

সুতারপাড়া ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান আব্দুল হক ফকির বলেন স্কুলের এই জায়গাটি দীর্ঘদিন যাবৎ তাদের দখলে নেওয়ার পাঁয়তারা করছে। ইদানীং ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকার সুযোগে তারা স্কুল মাঠে পুকুর কখন করেছে।

করিমগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কুলের এডহক কমিটির সভাপতির মো. জালাল উদ্দিন বলেন, তিনি অভিযোগ পাওয়ার পরসঙ্গে সঙ্গে তার সহকারী শিক্ষা অফিসারকে সরেজমিনে পাঠিয়ে খনন কাজ বন্ধ করান এবং সহকারী অফিসারকে একটি বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, অভিযোগটি পেয়ে আমি এসিল্যান্ডকে বলেছি তিনি খতিয়ে দেখছেন।

করিমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহমুদ মোর্শেদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবসস্থা নেওয়া হবে।