কিশোরগঞ্জে প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা, ওয়েবসাইট উদ্বোধন ও আর্থিক সহযোগীতা প্রধান উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ এপ্রিল) বিকালে করিমগঞ্জ উপজেলার হাজী মার্কেটের ২য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে হাফেজ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এরশাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইমরান, শামীম হোসেন, রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে এইচ এম মুফতি আব্দুল্লাহ সাদির সঞ্চালনায় অতিথিরা সংগঠনের সফলতা তুলে ধরেন এবং চুরি হওয়া একজন অটোচালকের হাতে ৬০ হাজার টাকার অনুদান তুলে দেন।
এ সময় সংগঠনটির ওয়েবসাইট উদ্বোধন ও অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনটি ২০২৩ সালে স্থাপনের পর থেকে প্রবাসীদের বিভিন্ন কল্যাণে কাজ করে যাচ্ছে।