DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২০শে ফেব্রুয়ারি ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ২০শে ফেব্রুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সম্মেলনে আওয়ামী ফ্যাসিস্টিদের কাউন্সিলার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিলে আওয়ামী ফ্যাসিস্টদের কে বিভিন্ন পদে অধিষ্ঠিত করা সহ সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপির ইউনিয়ন বিএনপির একাংশ।

আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং ফরিদপুর ইউনিয়ন শাখার আয়োজনে সংবাদ সম্মেলনটি হয়।এতে ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, আব্দুল জলিল সাধারণ সম্পাদক পদ প্রার্থী,মশিউর রহমান শাহাজাদা সাধারণ সম্পাদক প্রার্থী,রশিদ মোল্লা সহ অনেকে।

বক্তারা বলেন, ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিল কে সামনে রেখে মোট ৪৫৯ জন কাউন্সিলার করা হয়।তবে এদের মধ্যে আওয়ামী ফ্যাসিস্টদের পূর্নবাসন করার জন্য একটি চক্র টাকার বিনিময়ে ৪৪ জন আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মীদের কাউন্সিলার করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে। অতি দ্রুত এই কাউন্সিলারদের বাদ দেওয়া না হলে কঠোর কর্মসূচির করার ও হুশিয়ারী করেন।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬
  • ১২:১৬
  • ৪:১৯
  • ৬:০০
  • ৭:১৪
  • ৬:২৮