হাইকোর্টের আদেশের তোয়াক্কা করছে না রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমাম হোসাইন। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ শিক্ষাবর্ষে সহোদর-সহোদরা ও জমজ ভাই-বোনদের শতভাগ ভর্তির আদেশ দেয় হাইকোর্ট। কিন্তু প্রতিষ্ঠান প্রধান আদেশের তোয়াক্কা না করায় ভর্তি থেকে বঞ্চিত হওয়ার পথে প্রায় শতাধিক শিক্ষার্থী। এদিকে সন্তানের ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে অভিভাবকরা।
জানা যায়, ঢাকা শহরের যানজট, অভিভাবকদের ব্যস্ততম কর্মজীবন, মায়েদের এক স্কুল থেকে অন্য স্কুলে যাতায়াত করা, অর্থনৈতিক ব্যয় ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবের কারণে সহোদর-সহদোরা ও যমজ ভাই-বোনদের ২০২৫ শিক্ষাবর্ষে শতভাগ ভর্তি দাবিতে শিক্ষার্থীদের অভিভাবকরা কয়েকটি মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টার,সচিব, ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি প্রদানের পরেও অধ্যক্ষের নিকট হতে কোনো প্রকার আশ্বাস না পেয়ে ন্যায় বিচারের স্বার্থে তারা হাইকোর্টের শরনাপন্ন হয়ে একটি রিট পিটিশন দাখিল করেন। ওই পিটিশনে ২ ডিসেম্বর, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ( মতিঝিল,বনশ্রী এবং মুগদা শাখা) শিক্ষাবর্ষ-২০২৫- এর জন্য বিভিন্ন শ্রেণিতে ভর্তি করার নির্দেশ দেয় হাইকোর্ট।
অভিভাবকরা বলছেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহোদর-সহোদরা ও জমজ ভাই-বোনদের অন্য স্কুলে লেখাপড়া চালিয়ে যাওয়া অভিভাবকদের জন্য পীড়াদায়ক ও কষ্টকর বিধায় আমরা ২০২৫ শিক্ষাবর্ষে শতভাগ ভর্তি দাবিতে অধ্যক্ষের নিকট লিখিত আবেদনসহ কয়েকবার মানববন্ধন করলেও অধ্যক্ষের কর্ণপাত হয়নি। অবশেষে ন্যায় বিচার পাওয়ার আশায় হাইকোর্টের শরণাপন্ন হয়ে রিট পিটিশন দাখিল করি। মহামান্য হাইকোর্ট সহোদর-সহদোরা ও যমজ ভাই-বোনদের ভর্তির আদেশ দিয়েছে কিন্তু ওই অধ্যক্ষ ভর্তি নিচ্ছে না।
এই বিষয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমাম হোসাইনের সাথে মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন।