কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মোবারক হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হিলচিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে উপজেলার হিলচিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ মিলিত হয়।
সমাবেশ হিলচিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক লিটো, গুরই ইউনিয়ন যুবদলের সভাপতিসহ দলটির অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মোকাররম হোসেনকে বাদ দেওয়ার জোর দাবি জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।