DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২০শে এপ্রিল ২০২৫
ঢাকারবিবার ২০শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৫, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা বিএনপির  আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি)  বিকেলে উপজেলার পৌর বাঁশমহল বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান হেলাল, পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, সাবেক জিএস মীর জলিল, জেলা যুবদলের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, সাবেক সংসদ সদস্য মরহুম মজিবুর রহমান মঞ্জু‍‍`র ছেলে মোস্তাফিজুর রহমান মামুন, হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল, পৌর বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক জসীম মাহমুদ,  উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফ্রীডম সোহেল মাহমুদ, মুহাম্মদ ওয়াসিমুল হক, ছাত্রদল নেতা লোকমান হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও ১ নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপন করেন।

তাদের দাবি বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় নেতা বাবু সুব্রত পাল, বাজিতপুর ও নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা রেজাউল হক কাজল ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের ক্যাশিয়ার খ্যাত, নারায়নগঞ্জের শামীম ওসমানের ঘনিষ্ঠ মোকাররম সর্দারের পক্ষে নির্বাচনে কাজ করতে সাধারণ নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন বর্তমান আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও তার অনুসারীরা।

জানা যায়, ২০২০ সালের ১০ মার্চ শেখ মুজিবুর রহমান ইকবালকে আহ্বায়ক ও মনিরুজ্জামান মনিরকে ১ নং যুগ্ম আহ্বায়ক করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এরপর উপজেলা বিএনপির আর কোনো কমিটি গঠন করা হয়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩