DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ,পদ হারিয়ে সাংবাদিককে হত্যার হুমকি

রায়হান জামান,কিশোরগঞ্জ
মার্চ ২৯, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে সংবাদ প্রকাশের জেরে বিজয় টিভি ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ভৈরব উপজেলা সাংবাদিক সোহানুর রহমান সোহানকে গালিগালাজ ও ফেসবুকে প্রাণনাশের হুমকি দেয়ায় ছাত্র লীগের তিন নেতার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সোহানুর রহমান সোহান ।


জানা যায়, গত ২০ মার্চ ভৈরব থানা পুলিশ ছিনতাই হওয়া চার লক্ষ টাকাসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ বিষয়ে থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন। ছিনতাইকারীদের মধ্যে সাব্বির নামে একজজন পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বলে জানা যায়। এ বিষয়ে বার্তাকাল ও মুক্তিযুদ্ধের কণ্ঠে সংবাদ প্রকাশের পর জেলা ছাত্রলীগ সাব্বিরকে পদ থেকে বহিষ্কার করে। পরে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের তিন সদস্য ফেসবুকে সোহান রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে সোহানুর রহমান সোহান ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এছাড়াও এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, কিশোরগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো তাদের সংগঠনের প্যাডে এ ঘটনায় জড়িত সংশ্লিষ্টদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অচিরে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

ভৈরব মডেল থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]