কিশোরগঞ্জের জেলা সদরের চরমারিয়া এলাকা হতে ২৭০পিস ইয়াবা ট্যাবলেট’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের একটি আভিযানিক দল। শনিবার (০৪ মার্চ) সকালে সাড়ে ১১টায় র্যাব-১৪ কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এমএম সবুজ রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, জেলা সদরের চরমারিয়া এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ সেজান মাহমুদ ওরফে হৃদয়(২৬) এবং নগুয়া এলাকার ননি গোপাল কর্মকারের ছেলে মিঠুন কর্মকার ওরফে মিথুন (২৭)। তিনি জানান, র্যাব কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জেলার সদর থানাধীন চরমারিয়া এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে। পরে গোপন তথ্যের সত্যতা খুঁজতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে চরমারিয়া এলাকা হতে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৪টি মোবাইল ও নগদ আটশত পঁচিশটাকা’সহ দুই মাদক ব্যবসায়ী মোঃ সেজান মাহমুদ ওরফে হৃদয় এবং মিঠুন কর্মকার ওরফে মিথুনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খায়রুল আলম ফয়সাল,কিশোরগঞ্জ