কিশোরগঞ্জে চাঞ্চল্যকর রাকিবুল হক রাকিব হত্যা মামলায় তার প্রেমিকা নাদিয়া আক্তার (১৪) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার ৬ মে বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জ জেলা সদরের দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাদিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তাকৃত নাদিয়া আক্তার ১০নং কর্শাকড়িয়াইল ইউনিয়নের দামপাড়া গ্রামের মো: তাজুল ইসলামের মেয়ে। অপর দিকে নিহত রাকিব একই ইউনিয়নের কড়িয়াইল গ্রামের মো: বাবুলের ছেলে। র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিগত ১০ মাস যাবত সদর উপজেলার দামপাড়া গ্রামের জনৈক মো: আব্দুল্লাহ এর পোল্ট্রি ফার্মে কাজ করত। গত ৪মে সকাল ৭টার দিকে আমড়া গাছে ঝুলানো তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে উক্ত ঘটনায় ৫মে ২০২৩খ্রি. নিহত রাকিবের মা বাদী হয়ে ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৪। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান’র নেতৃত্বে একটি আভিযানিক দল হত্যা মামলার রহস্য উদঘাটন করতে ছায়া তদন্ত শুরু করে। পরে রাকিবের প্রেমিকা নাদিয়াকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নাদিয়া আক্তার ভিকটিম রাকিবের সাথে প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক কালে তাদের সম্পর্কের ফাটলধরে এবং এ বিষয় নিয়ে পারিবারিক ভাবে জানা জানি হয়। যার ফল শ্রুতিতে অত্র মামলার ঘটনাটি ঘটিয়াছে বলে যোগ সূত্র পাওয়া যাচ্ছে। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু সন্দিগ্ধ নাদিয়া আক্তারকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।