সমাজে রাজকীয় দম্পতির প্রভাব নিয়ে প্রকাশ্যে বক্তব্য রব লো’র
রব লো-এর খোলাখুলি মন্তব্য: “রাজকীয় দম্পতি এলেই শান্তি হারায় এলাকা”
- আপডেট সময় : ১০:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ২৪৯৪০ বার পড়া হয়েছে
বিনোদন : হলিউডের জনপ্রিয় অভিনেতা রব লো দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শান্ত-নিরিবিলি শহর মোন্টেসিটোতে বসবাস করছেন। কিন্তু তাঁর মতে, রাজপরিবারের সদস্যরা আসার পর থেকে এই এলাকার চিত্র পাল্টে গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রব লো বলেন—
> “রাজতন্ত্র যখন আপনার পাড়ায় আসে, তখন সেই পাড়া আর আগের মতো থাকে না। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল নিশ্চিতভাবেই আমার শান্ত ছোট্ট শহরটিকে প্রচুর মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে।”
তিনি রসিকতার ছলে যোগ করেন—
> “ভালো দিক হলো, বাড়ির দাম বেড়ে গেছে। খারাপ দিক হলো, স্টারবাক্সে এক কাপ কফি পেতে এখন দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়।”
রব লো আরও জানান, মোন্টেসিটোর এই পরিবর্তনের সূচনা হয়েছিল যখন বিশ্ববিখ্যাত টেলিভিশন সঞ্চালক অপরা উইনফ্রে এখানে এসে বসবাস শুরু করেন। এরপর রাজকীয় দম্পতির আগমন যেন পুরো এলাকাটিকে নতুন এক ব্যস্ততায় ভরিয়ে দিয়েছে।
আগে যেখানে মোন্টেসিটো ছিল নিরিবিলি, পর্যটকের আনাগোনা ছিল সীমিত, এখন সেখানে প্রায় প্রতিদিনই দেখা যায় মিডিয়ার ভিড়, দর্শনার্থীর কোলাহল, এবং যানজটের চাপ। স্থানীয়দের কাছে এই পরিবর্তন যেমন কিছু সুবিধা এনেছে, তেমনি হারিয়ে দিয়েছে আগের দিনের স্বস্তি ও নীরবতা।