DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত এর মধ্যদিয়ে শুরু হলো জুলাই পদযাত্রা

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস
জুলাই ১, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিকে পীরগঞ্জে শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত এর মধ্যদিয়ে শুরু হয়েছে এই পদযাত্রা।

এ উপলক্ষে আজ সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার, তার জন্য এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলবো। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন—আমরা মানুষের কাছে তুলে ধরবো।

তিনি আরও বলেন, আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা। তার কবরের সামনে দাঁড়িয়েই তিনটি দাবি আবারও করছি। বিচার, সংস্কার ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দিতে হবে। যদি কেউ মনে করে থাকেন, লাখো জনতা ঘরে ফিরে গিয়েছে, তবে জেনে রাখুন জুলাই ঘোষণা পত্র আমরা আদায় করে ছাড়বো।

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধায় পথসভা ও পদযাত্রা করবে এনসিপি। বেলা তিনটায় রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানীর মোড় পদযাত্রা করে টাউন হলে পথসভা করার কথা রয়েছে।

এর আগে গত রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন। পরে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনসিপির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতারা জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১২:০৬
  • ১৬:৪২
  • ১৮:৫৪
  • ২০:২০
  • ৫:১৪