DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন রেজাউল হক

Link Copied!

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী মো. রেজাউল হক কাজল।

কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী আনারস প্রতীক নিয়ে রেজাউল হক পেয়েছেন ৩৬ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রকিবুল হাসাত শিবলী মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৭৭ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাজিতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৭০ জন। মোট ভোট কেন্দ্র ৮৫টি।

নবনির্বাচিত বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার এই বিজয় বাজিতপুর উপজেলাবাসীর বিজয়। আমি সব ভোটারের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই উপজেলার উন্নয়নে এবং এই উপজেলার সম্মানীত নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]