DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর গোলে হার এড়ালো মানইউ

DoinikAstha
এপ্রিল ২৯, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

এমন কঠিন সমীকরণ নিয়ে খেলতে নেমে উল্টো হারতে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে কোনোমতে পরাজয় এড়িয়েছে রেড ডেভিলরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রালফ রাংগনিকের শিষ্যরা। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়হীন রইল ম্যানচেস্টারের দলটি। যার ফলে এখন সেরা চারে থেকে লিগ শেষ করার আশা প্রায় শেষই হয়ে গেলো ইউনাইটেডের।

ইউনাইটেডের মাঠে খেলতে গিয়ে উল্টো দাপট দেখিয়েছে চেলসিই। ম্যাচের ৬৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলে। পুরো ম্যাচে গোলের জন্য ২১টি শট করে ছয়টিই ল্য বরাবর রাখে তারা। বিপরীতে সারা ম্যাচে গোলের জন্য মাত্র ৬টি শট করতে পেরেছে ইউনাইটেড।

ম্যাচের প্রথমার্ধে হয়নি কোনো গোল। দ্বিতীয়ার্ধে ম্যাচের বয়স এক ঘণ্টা হওয়ার পর গোলের তালা ভাঙেন চেলসির মিডফিল্ডার মার্কোস আলোনসো। ডান দিক থেকে জেমসের ক্রসে ডি-বক্সে হাভার্টজের হেড পাসে বল পেয়ে ভলিতে জালে পাঠান তিনি।

অবশ্য দুই মিনিটও এগিয়ে থাকতে পারেনি চেলসি। ম্যাচের ৬২ মিনিটেই সমতাসূচক গোল করেন রোনালদো। চেলসির ডিফেন্ডারদের ওপর দিয়ে নেমানিয়া মাতিচের চিপ ডি-বক্সে পা দিয়ে আলতো করে নামিয়ে দারুণ শটে জালে পাঠান পর্তুগিজ সুপারস্টার।

 

এই ম্যাচের পর ৩৫ ম্যাচে ১৫ জয় ও ১০ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে ইউনাইটেড। অন্যদিকে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল।

@  Abdus Samad

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪