DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পূর্ব ইউক্রেনীয় শহর ক্রেমিনা দখল করেছে রাশিয়া

DoinikAstha
এপ্রিল ২০, ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মঙ্গলবার (১৯ এপ্রিল) লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি গাইদাই এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

ক্রেমিনা শহরের বাসিন্দার সংখ্যা ১৮ হাজারের বেশি। রাজধানী কিয়েভ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে শহরটি অবস্থিত। পূর্ব ইউক্রেনে আক্রমণ শুরুর পর রুশ বাহিনীর দখল করা প্রথম শহর এটি।

সেরহি গাইদাই বলেন, ক্রেমিনা রুশদের নিয়ন্ত্রণে। তারা শহরে প্রবেশ করেছে। আমাদের সেনাদের পিছু হটতে হয়েছে। তারা নতুন অবস্থান নিয়েছে। রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াই অব্যাহত রয়েছে।

তিনি জানান, রুশ সেনারা চারদিক থেকে আক্রমণ করেছে।

তিনি আরও বলেন, বেসামরিকদের মধ্যে নিহতদের সংখ্যা হিসাব করা অসম্ভব। সরকারিভাবে প্রায় ২০০ জন নিহতের কথা জানা গেছে। কিন্তু প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

রুশ বাহিনী ক্রেমিনার নিয়ন্ত্রণ নেয়া মানে বড় শহর ক্রামতোর্স্ক দখলের আরও একধাপ কাছাকাছিও পৌঁছে যাওয়া। এটি পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ আক্রমণের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে একটি। ডনবাস অঞ্চল ও দক্ষিণের বন্দর শহর মারিউপোল দখল করলে পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়া অঞ্চলের মধ্যে স্থলসংযোগ স্থাপন রাশিয়ার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করেছিল রুশ বাহিনী।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। মস্কো এটিকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে দাবি করে আসছে এবং বেসামরিকদের নিশানা করার অস্বীকার করেছে।

@ A.B SAMAD

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০